Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Popkon6
on 04/12/2023, 02:16:43 UTC
⭐ Merited by hugeblack (1)
ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে? Roll Eyes

ভূমিকম্পের সময় আমি অনেক ভয়ে ছিলাম কারণ আমি যখন দাঁড়িয়ে রয়েছি তখন মাতাল অবস্থার মত হঠাৎ কেমন জানি ঢুলতেছিলাম। আমি বুঝতেই পারিনি আমি কি করবো তখন অনেকটাই ভয়ে ছিলাম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ । বেশি ক্ষয়ক্ষতির সংবাদ আমি শুনতে পাইনি, আল্লাহ এই ধরনের গজব থেকে সবাইকে রক্ষা করুন।