ভাই আজকে ভূমিকম্পের feel পাইলেন কে কে?

ভূমিকম্পের সময় আমি অনেক ভয়ে ছিলাম কারণ আমি যখন দাঁড়িয়ে রয়েছি তখন মাতাল অবস্থার মত হঠাৎ কেমন জানি ঢুলতেছিলাম। আমি বুঝতেই পারিনি আমি কি করবো তখন অনেকটাই ভয়ে ছিলাম অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ । বেশি ক্ষয়ক্ষতির সংবাদ আমি শুনতে পাইনি, আল্লাহ এই ধরনের গজব থেকে সবাইকে রক্ষা করুন।