বিটকয়েন টক কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৩ এর ভোটিং শুরু হয়ে গিয়েছে।
যাদের ৫০টি বা এর ওপর মেরিট রয়েছে তারা নিজেদের পছন্দের মেম্বারদের বাছাই করে ভোট দিয়ে অংশগ্রহণ করতে পারেন।
ভাই আমার জাস্ট একটা প্রশ্ন ছিল। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কিছু ক্যাটাগরির জন্য পছন্দের মেম্বার আছে আমার। তবে যদি এমন কোনো ক্যাটাগরি থাকে যেখানে আমার চয়েজের কোনো মেম্বারই নাই (কথার কথা), সেক্ষেত্রে কি ঐ স্লটটা খালি রাখা যাবে? কারণ আমি অনেক মেম্বারকে ঐভাবে চিনিনা, কে কোন দিকে ভালো কন্ট্রিবিউট করেছে।