আমি জানি ফোরামে এই বিষয় নিয়ে কথা বলা থেকে বিরত থাকতে বলা হয়েছে/বিরত থাকা উচিত, তাই নির্দিষ্ট কোনো নামে গেলামনা। সবাই অবগত রিসেন্টলি একটা বিটকয়েন রিলেটেড সার্ভিস ওয়েবসাইট সিজ করেছে কতৃপক্ষ, সেটার আপডেট কেউকি জানেন? গুগল করলাম বাট আহামরি কোনো ইউজফুল কিছু পাইলাম না, সবই পুরানো নিউজ। কেস কতদূর?
কেউ রিপ্লাই করলেও বুঝেশুনে কইরেন।