Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 05/12/2023, 11:33:09 UTC
এলাকার দাদিরা বলে "" যায় দিন ভালো আসে দিন মন্দ""
এই একই অবস্থার মধ্যে পরে গেলাম দেখি। কয়েক দিন আগে ট্রানজেকশন ফি $৪-৫ ডলার মনে হয় ছিলো ভাবছিলাম সপ্তাহ খানেক পর মনে হয় স্বাভাবিক হয়ে যাবে, তখন ট্রান্সফার করে সেল করমু। কিন্তু ক্রমাগতভাবেই দেখি শুধু ফি বাড়তে চলেছে। দুঃখের কথা কি বলব অনকের হাসি পেতে পারে শশুর বাড়ি যাইতেও টাকা হাওলাদ করে নিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলাম। আজকে কিছু ডলার সেল করতে চাইলাম, ফি দেখে পুরাই অভাক হয়ে পরেছি। আজকে কিছু ডলার ট্রান্সফার করতে চাইলাম দেখি ফি $২৪ বেশি দেওয়া লাগবে।  Grin