Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Poorman2
on 05/12/2023, 16:00:55 UTC
ফেইক লিংক নতুন ফাদ
ইদানিং দেখতে পাচ্ছি আমার ফোনে বিভিন্ন ধরনের ফেক লিংক এর মেসেজ আসতেছে। বিভিন্নভাবে টাকা ইনকাম করার, অল্প পুঁজিতে বা অল্প সময়ে অনেক টাকা উপার্জন করার ফেক মেসেজ লিঙ্ক।
কিছুদিন আগে আমার এক ছোট ভাইয়ের ট্রাস্ট ওয়ালেট হ্যাক করে নেয়। তার ওয়ালেটে থাকা অনেকগুলো ডলার নিমিশের মধ্যেই উধাও প্রথমত সে বুঝতে পারে নাই আমাকে তার এই সমস্যার বিষয়ে যখন বলে তখন আমি বলি তোমার এই ওয়ালটের "কি" অথবা "ফেস" গুলো কেউ কি জানে। সে বলে, না কেউ জানেনা তবে এর আগে কিছুদিন আমার কাছে কয়েকটি ফেক এসএমএস আসে আমি ওই ফেক এসএমএস গুলোতে প্রবেশ করলে বিভিন্ন ওয়েব সাইটে নিয়ে যায়। আমার ওয়ালেটের বেশ কয়েক ডলারের BNB ছিল। যার কারণে আমার ওয়ালেট থেকে ডলারগুলো withdraw নিয়ে নেয়। পরে আমি তাকে বলি তুমি এই ওয়ালেটটি আর ব্যবহার করো না।
বর্তমান সময়ে এমন সব ঘটনা অনেক ঘটতেছে। তাই সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। মানুষ প্রযুক্তির উপর যত সহজে নির্ভর হয়ে পড়ছে ঠিক তত সহজেই তার তথ্যগুলো ফাঁস হয়ে যাচ্ছে। আমাদের নিজেদের অজান্তেই আমাদের তথ্যগুলো অন্যের কাছে চলে যাচ্ছে আমাদের কিছু সময়ের ভুলের কারণে। বিশেষ করে আমাদের মধ্যে, ১) বিকাশ প্রতারক ২)নগদ প্রতারক ৩) বিভিন্ন ফেক অ্যাড বা এসএমএস এবং ৪)বিভিন্নভাবে দালাল চক্রের হাতে আমাদের কষ্টের উপার্জনের টাকা অন্যের হাতে চলে যাচ্ছে। তাই আপনিও সচেতন হন এবং অন্যকে সচেতন করুন।
এই সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারসহ বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে ভূমিকা পালন করছে।