মুল কাহিনী বিটকয়েনে লেনদেন ।
বিটকয়েনের কথা কোথায় উল্লেখ আছে ভাই? এইখানে তো বলা আছে ওয়ান এক্স বেট এর সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল। বাংলাদেশে বর্তমানে জুয়ার হার বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। জুয়া খেলা বাংলাদেশে অবৈধ। আমি আর্টিকেল পড়ে কোথাও বিটকয়েনের উল্লেখ পাই নি ভাই।