একদিকে বেকারত্বের যন্ত্রণা, অন্যদিকে বেআইনি অর্থের হাতছানি। এর মাঝে পিষ্ট হচ্ছে দিশাহীন তরুণ প্রজন্ম...
এখানে আসলে অনেক বিষয় দেখার মতো আছে। এসব ওয়েবসাইটে যারা কাজ করেন, তারা সবাই আসলে প্রকৃত/জেনুইন বেকার নয়। বেশিরভাগ মানুষ জয়েন করে অতিরিক্ত ইনকাম বা বড় টাকা ইনকাম করার জন্য। কাজ করার জন্য আরো কতো সেক্টর আছে। তারা অন্য সেক্টর ও বেছে নিতে পারে। বাংলাদেশে অনেক সেক্টর অবৈধ। যেমন ধরেন বিটকয়েন! বাংলাদেশে এটাও অবৈধ। তবুও সরকার এটা নিয়ে খুব বেশি মাথা ঘামায় না কারন এটা সমাজে কোনো ক্ষতি করছে না। কিন্তু অনলাইন জুয়া একটা ব্যাধির মতো।
যারা মনে করছেন যে সরকার বিটকয়েন ব্যাবহারকারীদের ধরতে পারে না তাই ধরে না, ব্যাপারটা ভূল। তারা সেন্ট্রালাইজ্ড এক্সচেন্জ গুলোর কাছে তথ্য চাইলেই পেয়ে যাবে। তাছাড়া ধরার অনেক মাধ্যম আছে যেগুলো নিয়ে আমরা তেমন ভাবি না। যাই হোক, অবৈধ কাজের মধ্যেও এথিক্স বলে একটা কথা আছে। আপনার এথিক্স ভালো হলে ধরা খাওয়ার সম্ভাবনা খুবই কম। আর এথিক্স খারাপ হলে কখন কি হবে কেউ জানে না।