Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 07/12/2023, 09:20:53 UTC
এইসব করে স্যাররা ছাত্রদের কিভাবে মেধার বিকাশ ঘটাবে সেটাই ভেবে পাচ্ছি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এতটাই নিম্ন স্তরে চলে গেছে।
আমরা সবাই এগুলো দেখে খুব মজা পাচ্ছি তাই না?
বসেন কয়েকটা কথা বলি। ছোট বেলায় স্যার রা খুব মারতো বেত দিয়ে, মনে আছে? এজন্য কিন্তু অনেক সময় স্কুল ফাকি দিতাম। যাদের ফ্যামিলি একটু চাপ দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছে, তারাই কন্টিনিউ করেছে। যারা স্যারের বেতের বাড়ি খেয়ে আর স্কুলে যায় নাই, তারা ঝড়ে পড়েছে।

বর্তমানে যে শিক্ষকদের কে এসব ট্রেনিং করানো হচ্ছে, এর উদ্দেশ্য কি জানেন? এরা কোন ক্লাসের বাচ্চাদের পড়াবে সেটা জানেন? এনারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ অব্দি পড়িয়ে থাকেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কে এমন ভাবে ট্রেনিং করানোর কারন হচ্ছে বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য। বাচ্চারা যেনো শিক্ষকদের সাথেই খেলা ধুলা করে। বন্ধুর মতো আচরন করতে পারে।

একটা ৫-৬ বছরের বাচ্চাকে বেত পিটিয়ে আপনি যা শেখাবেন, তাকে আনন্দ দিয়ে খেলাধুলা করে এর চাইতে অনেক ভালো ভাবে শিখাতে পারবেন। বাচ্চারা পড়ার ভয়ে স্কুলে যেতে চায় না। একভার চিন্তা করে দেখেন তো, যদি শিক্ষকের সাথে ছাত্রদের এরকম বন্ধু সুলভ সম্পর্ক হয়ে যায়, আপনি নিজে না চাইলেও বাচ্চা স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করবে। ইউরোপের দেশগুলোতে বাচ্চাদের এভাবেই পড়ানো হয়।

আর আমরা শিক্ষকদের কে সমাজের সামনে জোকার হিসেবে উপস্থাপন করছি। একজন বয়স্ক মানুষ পাবলিক প্লেস এ এরকম আচরন করলে সবাই তাকে জোকার বা পাগল বলবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যখন বাচ্চাদের সাথে খেলবেন, তখন কি তাকে ধমক দিয়ে খেলা শেখান?

একটা সময় ছিলো যখন আমি দেখতাম অনেকে ২ মাসের বাচ্চা কোলে নিয়ে সেই বাচ্চার সাথে কথা বলছে তাকে আনন্দ দেয়ার জন্য। তখন আমার লজ্জা লাগতো এটা ভেবে, বাচ্চাতো কথা বলতে পারে না। তার সাথে এগুরো বলে কি লাভ। এরকম জোকারের মতো আদো আদো কথা বলে কি লাভ? কিন্তু এখন বুঝতে পারি এগুলো আসলে নরমাল ব্যাপার। সমালোচনা না করে পজেটিভ ভাবে চিন্তা করুন।