আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি ভিডিওতে দেখতে পেলাম যে সেখানে স্যারদের ট্রেনিং করানো হচ্ছে কিভাবে সাইকেল চালানো হয় এবং তার বেল বাজানো হয়
২০২৩ সাল শেষ প্রায় আর এখনো আপনি সোশ্যাল মিডিয়ায় কি দেখেছেন সেটা যাচাই করা ছাড়াই সেটা নিয়ে কমেন্ট করছেন। ওই ভিডিওটা ইন্ডিয়ার। তাদের দেশে শিক্ষক ট্রেনিং এর বা এইরকম কোন ভিডিও এইটা। বাংলাদেশের কোন ভিডিও নয় এইটা। আর হলেও খুব খারাপ কিছু দেখছি না। যারা প্রাইমারিতে পড়ায় তারাই জানে বাচ্চাদের পড়ানোর কষ্ট কি, কত কিছু করতে হয়।