Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 08/12/2023, 10:11:58 UTC
বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে আপনাদের মতবাদ কি ??
বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে আমি মনে করি মতামত দেওয়ার কোন কিছুই নাই কেননা এটা সত্যিই পুরোপুরি হাস্যকর এবং পাগলামি।
আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি ভিডিওতে দেখতে পেলাম যে সেখানে স্যারদের ট্রেনিং করানো হচ্ছে কিভাবে সাইকেল চালানো হয় এবং তার বেল বাজানো হয় এমনকি কিভাবে ব্যাংগ চলাচল করে বা ডাকে এইসব ভিডিও।
এইসব করে স্যাররা ছাত্রদের কিভাবে মেধার বিকাশ ঘটাবে সেটাই ভেবে পাচ্ছি না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি এতটাই নিম্ন স্তরে চলে গেছে।
বর্তমান আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম নিয়ে কি আর বলবো। আমাদের দেশের সরকার বা শিক্ষামন্ত্রী যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে চাচ্ছে এতে করে শিক্ষার মেরুদন্ডের  ভেঙে যাবে। যেভাবে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচুর ভাইরাল হচ্ছে । সবাই এগুলোকে হাস্যকর হিসেবে নিচ্ছে। বাচ্চারা এমনিতেই পড়াশোনায় মন দিতে চায় না তাতে করে এইভাবে যদি তাদেরকে পড়াশুনা করানো হয়। পড়াশোনার নামে স্কুলে গিয়ে রান্নাবান্না করা এবং ক্লাসরুম পরিষ্কার করা  বেসিন পরিষ্কার করা  ইত্যাদি এগুলো আমাদের লেখাপড়ার মান অনেক নষ্ট হচ্ছে। এই নতুন কারিকুলাম শিক্ষার জন্য খুব একটা উন্নত বয়ে আনবে না।