Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 08/12/2023, 13:30:53 UTC
⭐ Merited by Xal0lex (1)
একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য

আমাদের ফোরামে @Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।

এই বিষয় নিয়ে ইতিমধ্যে @icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে @Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
@Light _warrior একজন স্বনামধন্য ভদ্রলোক ছিলেন যার সুচারু পূর্ণ জ্ঞান ফোরামের সর্বত্রই দেখা যেত। তিনি মাঝে মাঝে আমাদের বাংলাতেও পোস্ট করতেন। কেউ যদি কোন সোর্স বিহীন পোস্ট করতো তাহলে তিনি সেই পোস্টের বিপরীতে সতর্কতামূলক সংকেত যুক্ত পোষ্ট করতেন ফলে পরবর্তীতে সবাই ভুল বুঝতে পারত এবং পরবর্তীতে সংশোধন করে নেওয়ার সুযোগ পেত।
কিন্তু দুঃখের সাথে বলছি যে আজকে থেকে তার মত একজন স্বনামধন্য সদস্য আমাদের বাংলাতে আর বিচরণ করবে না। আমরা আজ থেকে তার পোস্টগুলো দেখতে পাবো না। তিনি ব্যক্তিগতভাবে কেমন মানুষ ছিলেন সেটা বলতে পারবো না তবে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। জানিনা তিনি কোন ধর্মের তবু তার মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করছি এবং সে যদি মুসলিম হয়ে থাকে তাহলে আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।

মৃত্যু এমন একটি বাস্তব সত্য যা এড়িয়ে যাওয়ার মত কোন উপায় নেই। সূরা বাকারা তে একটি চিরন্তন সত্য আয়াত আছে যে প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অর্থাৎ যাহার প্রাণ আছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আমাদেরও আজ না হয় কাল মৃত্যুবরণ করতেই হবে। তখন হয়তো পৃথিবীতে আমি থাকবো না কিন্তু আমাকে নিয়েও এভাবে পোস্ট লেখা হতে পারে। তাই যারা এখনো মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করছি না তারা নিজের ভিতর এই চিরন্তন সত্যকে লালিত করে একটু হলেও নিজেকে সংশোধন করে নেই। আমরা এখানে সারাজীবন থাকতে আসিনি এসেছি কয়েকদিনের জন্য বসবাস করার জন্য। এই অল্প হায়াতের এই জিন্দেগীতে আমরা সর্বদা আল্লাহকে ভুলে রয়েছি। কখন যেন আল্লাহ পাক আমাদের লাগাম ধরে টান দিয়ে চিরন্তন সত্যের মৃত্যু দিয়ে দেয়। আমরা আসুন আল্লাহ তাআলার জন্য একটু সময় ব্যয় করি। নিজেকে কয়েক মুহূর্তের জন্য আল্লাহ পাকের জন্য ব্যয় করি। আমরা সর্বদা কত সময় অযথা নষ্ট করি অথচ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য ৫০ মিনিটের মতো সময় ব্যয় করি না। আসুন আমরা যারা মুসলিম তারা এই ৫০ মিনিট সময় আল্লাহপাকের রাস্তায় দেওয়ার জন্য ব্যয় করি। দুনিয়ার লালিত-পালিত সন্তানেরা যদিও না ধরা দেয় তাহলে আল্লাহ তাআলার দেওয়া এই ৫০ মিনিট আপনার জন্য হাশরের ময়দানে মিজানের পাল্লা কি ভারি করে দেবে যেটা আপনার জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। তাই আমাদের এখনো সময় আছে আল্লাহ পাকের জন্য কিছুটা সময় ব্যয় করি।