একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য
আমাদের ফোরামে
@Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।
এই বিষয় নিয়ে ইতিমধ্যে
@icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে
@Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানিনা তিনি কোন ধর্মের লোক ছিলেন। তিনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকে তাহলে তার রুহের মাগফিরাত কামনা করি।