অভিয়াসলি পাই মাইনিং এর কথা শুনবো না এটা কি করে হয়, সেই স্কুল লাইফে এটার সাথে পরিচিতি, স্কুল লাইফে স্বপ্ন ছিল এই কয়েন বিক্রি করে গ্রাফিক্স কার্ড কিনবো আর গেম খেলব। গ্রাফিক্স কার্ড ঠিকই কিনেছি কিন্তু এখনও পর্যন্ত সেই Pi কয়েন তার জায়গায় রয়েছে। কেওয়াইসি ফেওয়াইসি এগুলো কিছুই না শুধু শুধু কেউ এদের ট্রাপে পা দিবেন না আপনার ডাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটাকে অন্যের নিকট সহজলভ্য হতে দিবেন না। আর যদি এখনো কারো ফোনে এই ধরনের মাইনিং এপ্স গুলো থেকে থাকে তাহলে তাড়াতাড়ি এগুলো ফোন থেকে রিমুভ করে ফেলুন।
মজার বিষয় হলো যার মাধ্যমে আমি পাই এর কথা জানছি, সম্পৃক্ত হইছি সে আরো ৫-৬ মাস আগে তার পাইগুলো সেল করে মোটা অংকের লাভে কোপ মেরে দিসে। আমার যতসম্ভব মনে পড়ে তার কাছে সম্ভবতো ১০-১২ হাজার পাই ছিল, আমাকে একবার দেখাইছিল। আর সেসময় পাই ০.০০৫$ বা ০.০৫$ সামথিং এ সেল হচ্ছিল (ঠিক মনে নাই)। কমকরে হলেও ৫০-৬০ হাজারের কোপ। আর এদিকে আমার kyc ই হয়নি, অনেকের ১-২ বছর ধরে পেন্ডিং।
kyc এর বিষয়টা জানি আমি ভাই। এজন্য একাউন্ট টি আমার বাবার নামে করা। তবে কোনো ডকুমেন্টই এখন পর্যন্ত সাবমিট করা হয়নি। আর তিনি অনলাইনের তেমন বিষয়দি বুঝেননা, ব্যবহারও করেননা।
গ্রাফিক্স কার্ডের তো অনেক দাম ভাই। সেদিন কম্পিউটারের দোকানে গেছিলাম। এক একটা পার্টস্ এর দাম শুনে মাথা খারাপ। Core i5 gen14 এর দামই একা ৪০-৪৫ হাজার। এই cpu সাপোর্ট করে এমন motherboard এ দাম ৩০ হাজার। গ্রাফিক্স কার্ড তো সোনার হরিণ। আমার একটা ভালো মানের পিসি/ল্যাপটপ লাগতো। বুঝতেছিনা কি করবো।