একটা শোক সংবাদ ফোরাম সদস্যদের জন্য
আমাদের ফোরামে
@Light _warrior নামক একজন ভাই ছিলেন যিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেছেন। এটা খুবই দুঃসংবাদ আমাদের জন্য কেননা আমরা আমাদের ফোরামের একজন সদস্যকে হারিয়েছি।
এই বিষয় নিয়ে ইতিমধ্যে
@icopress পোস্ট করেছে। এবং সেখানে ডোনেশনের কথা বলা হয়েছে আপনারা যদি কেউ চান যার যার সাধ্যমত ডোনেশন দিয়ে
@Light _warrior এর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
@Light _warrior এ ভাইয়ের জন্য সত্যিই খুব খারাপ লাগছে তিনি আমাদেরকে ছেড়ে পরপারে চলে গেছে। মৃত্যু এমন একটি জিনিস পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র আমরা মৃত্যুর কাছে যেন অসহায় ভাবে আত্মসমর্পণ করি।@Light _warrior আমরা যারা ফোরামে আছি তার মৃত্যুতে আমাদেরই অনেক খারাপ লাগছে ।অথচ তার পরিবার কেমন করে এই কষ্ট সামাল দিচ্ছে অবশ্যই তার পরিবারের যদি কোন ভাবে সাহায্য করতে পারতাম অবশ্যই অনেক ভালো লাগতো।@Light _warrior ভাইয়ের জন্য দোয়া করি অবশ্যই আল্লাহ তা'আলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে আমিন ।