না ভাই এখানে জিমেইলের কোন কানেকশনই নেই আমি তো আমার Kiwi browser এ এটি কোন লগইন ছাড়াই ব্যবহার করে আসছি অনেকদিন যাবত।
আমি আসলে ক্লিয়ারলি বুঝিনি যে আপনি কোন জায়গাটায় প্রবলেম ফেস করতেছেন এক্সটেনশন এড করতে নাকি এক্সটেনশন এর সেটিংস করতে গিয়ে?
BPIP এক্সটেনশন এর সেটিংসে গিয়ে যদি প্রবলেম ফেস করেন তাহলে kiwi ব্রাউজারের থ্রী ডট মেনু থেকে ডেক্সটপ সাইট মোড অন করে দিন। আশা করি সেটিংস করতে গিয়ে আর কোন সমস্যার সম্মুখীন হবেন না।
আর যদি সমস্যা এটি না হয়ে থাকে তাহলে দয়া করে একটা স্ক্রিনশট এর মাধ্যমে আপনার সমস্যাটি এখানে তুলে ধরুন।
