Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Shishir99
on 09/12/2023, 15:51:52 UTC
একটা কথা এখানে বলতে চাই আমি খেয়াল করছি যে Save your nice merit records here - LAST UPDATE: 12/07/2023 এই টপিকে কোনো রেকর্ডের স্কিনশর্ট পোস্ট করলে অনেক সদস্য আছে মেরিট দেয় যার কারনে আমাদের অনেকজন বাংগালী ভাই তাদের আল্ট একাউন্ট সহ সেখানে মেরিট পাওয়ার জন্য বড় সদস্যদের একাউন্টের স্কিনশর্ট নিয়ে তেল মেরে মেরে সেখানে পোস্ট করতেছেন। ঐ টপকে গেলেই এখন সিরিয়ালে শুধু আপনাদেরই দেখা যায়। ভাই স্পামিং এর একটা শিমা আছে। ওইটা Meta বোর্ড ওইখানে কিন্তু চুদুরবুদুর চলবে না। এইটা মাথায় রাইখেন আমার আর কিছু বলার নাই। যার ইচ্ছা হয় না থাইমা চালাইয়া জাইতে পারেন। পরবর্তীতে নিজেই আফসোস করবেন যখন একাউন্টের কিছু হবে

শুধু সেই থ্রেড এর কথা বলে কি হবে ভাই? বাংলাদেশী মেম্বাররা যেখানে মেরিটের গন্ধ পায়, সেখানেই পোষ্ট করা শুরু করেন। বাংলাদেশ থ্রেড এ লাইট ওয়ারিয়রের মৃত্যু তে অনেকেই সহমর্মীতা জানিয়ে পোষ্ট করেছে। আমার কেনো জানি মনে হচ্ছে এখানেও পাবলিক মেরিট পাওয়ার জন্য পোষ্ট করবে। হয়তো করেছেও অনেকে। তবে তার মৃত্যুতে আমি সমবেদনা জানাচ্ছি। আশা করছি তার মেয়েটা থাকার জন্য ভালো একটা প্লেস পাবে।

রেপুটেশন বোর্ড এ অনেক মানুষ পোষ্ট করে তাকে ফেয়ার ওয়েল দিচ্ছে। অনলাইনে অনেক মানুষ হুট করে হারিয়ে যায়। অনেক সময় এমন হয় আমরা জানতেই পারি না যে সে বেচে আছে কি না। যাই হোক, আশা করি কেউ এবিউজ করবেন না।