মারহাবা ভাইলোক কি অবস্থা? পিয়াজের দাম দেখে তো মাথাই নষ্ট

। উন্নয়নের জোয়ারে ভেসেই গেলাম। ভাগ্য ভালো আগের দিন ২ কেজি কিনছিলাম বাই মিসটেক, নয়তো দেয়ালে মাথা বারি দেয়া লাগতো। মনে মনে, মনে হচ্ছে জীবন যুদ্ধে সামান্য হলেও আগায় গেলাম। মাঝে মাঝে মনে হয় বিটকয়েনে ইনভেস্ট না করে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্ট করলে ভালো হতো। রাতারাতি জিনিসের দাম দ্বিগুণ বৃদ্ধির যে ট্রেন্ডটা শুরু হইছে তাতে দেখা যাচ্ছে ৬ মাস ব্যবসা করলে কোটিপতি না হলেও লাখপতি হতে পারবো।
আমাদের এদিকে ২২০/কেজি চলে পিয়াজ। আপনাদের দিকে কি হাল? আছেন না গেছেন!
আমি ৩ দিন আগে ১২০ টাকা কেজি তে ২ কেজি পেযাজ কিনেছিলাম। আজকে সম্ভবত ২২০+ হয়ে গেছে বাজারে। যেহেতু ৩ দিন আগে কিনলাম, তাই আর বাজারে যাওয়া হয় নাই। বাংলাদেশে আপনি ব্যাবসা করলে অনেক ব্যাবসাই আছে। আলুর সিজনে মুন্সিগন্জ গিয়ে ২ লাখ টাকার আলু কিনে কোল্ড ষ্টোরেজে রেখে দিবেন, তারপর কয়েক মাস পর সেল দিলে সব খরচ বাদে আরো ২ লাখ টাকা লাভ থাকবে। ব্যাবসা জানি। তবে সেগুলো আন-ইথিক্যাল। ডিম, পেয়াজ, আলু, এমন কি লবন নিয়েও বাংলাদেশের বাজার অস্থির হয়। এমনেই তো কতো পাপ করে টাকা কামাই করি। তবে আমার জন্য যদি দেশে সংকট বা অস্থিতিশীল পরিস্থিতির তৈরী হয়, সেটার জন্য নিজের কাছে নিজেই দ্বায়ী থাকবো। হয়তো এটা কেউ জানবে না। কিন্তু নিজেকেই নিজে ক্ষমা করা যাবে না। বাজারে নতুন পেয়াজ আসা শুরু করবে/করেছে। সেগুলো কিনুন। লাভ করলে দেশের কৃষক রা করুক।