Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 11/12/2023, 03:23:11 UTC
মারহাবা ভাইলোক কি অবস্থা? পিয়াজের দাম দেখে তো মাথাই নষ্ট  Grin। উন্নয়নের জোয়ারে ভেসেই গেলাম। ভাগ্য ভালো আগের দিন ২ কেজি কিনছিলাম বাই মিসটেক, নয়তো দেয়ালে মাথা বারি দেয়া লাগতো। মনে মনে, মনে হচ্ছে জীবন যুদ্ধে সামান্য হলেও আগায় গেলাম। মাঝে মাঝে মনে হয় বিটকয়েনে ইনভেস্ট না করে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্ট করলে ভালো হতো। রাতারাতি জিনিসের দাম দ্বিগুণ বৃদ্ধির যে ট্রেন্ডটা শুরু হইছে তাতে দেখা যাচ্ছে ৬ মাস ব্যবসা করলে কোটিপতি না হলেও লাখপতি হতে পারবো।

আমাদের এদিকে ২২০/কেজি চলে পিয়াজ। আপনাদের দিকে কি হাল? আছেন না গেছেন!
আছি ভাই, না থাকার মতোই, আমাদের এই দিকে সকালে বাজারে গিয়ে দেখি পেঁয়াজ ২৪০ টাকা কেজি। অলরেডি ডাবল সেঞ্চুরি করে ফেলেছে, এবার ট্রিপল সেঞ্চুরি করার দিকে যাচ্ছে  Grin। পেঁয়াজ দাম দেখে পেঁয়াজ কেনা বাদ দিয়ে দিয়েছি কারন কিছুদিন আগে ১৫কেজি ছোট পেঁয়াজ আমাদের জমিতে লাগিয়েছিলাম, তাই আমাদের পেয়াজ কেনার প্রয়োজন হচ্ছে না। অলরেডি আমার জমিতে পেঁয়াজ ছোট ছোট গুটি হয়ে পরেছে। আশা করা যায় ১৫ কেজি পেঁয়াজ থেকে৭৫- ৮০ কেজি পেঁয়াজ হবে। সকালে বাজারে থেকে বাড়ি এসে নিজেদের জমি থেকে পেঁয়াজ তুলে এনে রান্না শুরু করে দিয়েছি। যাইহোক জীবন যুদ্ধে কয়েক ধাপ এগিয়ে রয়েছি।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ হলো ভারত থেকে পেয়াজ রপ্তানির বন্ধের ঘোষণা করার পর থেকেই ব্যাপকভাবে দাম বৃদ্ধি হতে শুরু করেছে। সময় টিবি নিউজে দেখলাম গতকাল ৭৪৩ টন পেয়াজ বাংলাদেশে আমদানি করেছে। আজেকেও পেয়াজ বাংলাদেশে আসার কথা। হয়তো পেয়াজের দাম কিছুটা কমতে পারে। আর যদি ভারত থেকে সত্যি পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে পেঁয়াজের দাম সহজে কমবে না।