Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 11/12/2023, 06:16:09 UTC
মারহাবা ভাইলোক কি অবস্থা? পিয়াজের দাম দেখে তো মাথাই নষ্ট  Grin। উন্নয়নের জোয়ারে ভেসেই গেলাম। ভাগ্য ভালো আগের দিন ২ কেজি কিনছিলাম বাই মিসটেক, নয়তো দেয়ালে মাথা বারি দেয়া লাগতো। মনে মনে, মনে হচ্ছে জীবন যুদ্ধে সামান্য হলেও আগায় গেলাম। মাঝে মাঝে মনে হয় বিটকয়েনে ইনভেস্ট না করে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্ট করলে ভালো হতো। রাতারাতি জিনিসের দাম দ্বিগুণ বৃদ্ধির যে ট্রেন্ডটা শুরু হইছে তাতে দেখা যাচ্ছে ৬ মাস ব্যবসা করলে কোটিপতি না হলেও লাখপতি হতে পারবো।

আমাদের এদিকে ২২০/কেজি চলে পিয়াজ। আপনাদের দিকে কি হাল? আছেন না গেছেন!
বাংলাদেশ  উন্নয়নের জোয়ারে ভাসছে  তাই সাথে সাথে পেঁয়াজের দামও উন্নতির পথে। ভারত তিন মাসের জন্য আমদানি রপ্তানি বন্ধ করার সাথে সাথে পিয়াজের দাম যেন আকাশ ছোঁয়া পরিমাণ বেড়ে গেছে। আমি ছয় দিন আগে পিয়াজ কিনেছিলাম ৫ কেজি পেঁয়াজ ৫০০ টাকা দিয়ে অথচ সে আজকে এই পেঁয়াজের দাম বর্তমান প্রায় ৩০০ প্লাস এর কাছাকাছি। এইভাবে যদি বাংলাদেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাহলে সাধারণ মানুষের কোন অবস্থায় দাঁড়াবে এক কেজি পেয়াজ কিনতে যদি আমাদের মতো সাধারণ জনগণকে প্রায় 300 টাকা গুনতে হয় তাহলে আমরা আর দ্রব্যমূল্য কেমন করে কিনব। বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতি এতই খারাপ দেখা যাবে যে  সাধারণ মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে কিনা সন্দেহ।