Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 15/12/2023, 18:04:20 UTC

   

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে।

সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়,
জয় বাংলা বাংলার জয়,
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে,
রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।

মহামুক্তির আনন্দ ঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করে সজীবতা এনে দেয়। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি চোখে আনন্দ অশ্রু আর ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নের অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়।
বিশ্ব কবির সোনার বাংলা,
নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তাহার নেইকো শেষ,
বাংলাদেশ আমার বাংলাদেশ।

বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্ত্বাকে।