আচ্ছা ভাই বিটকয়েন এর গ্যাস ফি এত বাড়ার কারণ কি? আমার ট্রাস্ট ওয়ালেটে কিছু পরিমাণে বিটকয়েন ছিল কিন্তু বর্তমানে ফি অত্যধিক পরিমাণে বেশি হওয়ার কারণে ট্রান্সফার করতে পারছি না কোন ওয়েও দেখতে পাচ্ছি না,
ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন ট্রান্সফার করার সময় হয়তো ফি বেশি দেখায়। আমি
@Cryptoprenuebraiboss এর Seasonal Token নামক একটা বান্টি করছিলাম যেটাই পেমেন্ট হিসেবে বিটকয়েন দিয়েছিল আমি সেটা আমার ট্রাস্ট ওয়ালেটে রেখেছিলাম আমি ভেবেছিলাম যখন বিটকয়েনের দাম বাড়বে তখন সেল করব Binance একাউন্ট এ নিয়ে কারণ তখন বিটকয়েনের দাম কম ছিল। সেইটা প্রায় ১৫ থেকে ১৬ দিন আগে উইড্য করার সময় প্রায় এক ডলার ফি কেটে নিয়েছে।
এমনটা হওয়ার কারণ হয়তো বিটকয়েনের দাম বাড়লে ট্রান্সফার ফি এর পরিমাণও বেড়ে যায়। আবার যখন বিটকয়েনের দাম কমে তখন বিটকয়েন ট্রান্সফার ফি কমে যায়।