
এই যে এই হইলো ভাই বর্তমান অবস্থা আপনি ৩০sats/vB দিয়েছেন যেখানে বর্তমানে লো পাইরিটিতে ১৫৪sats/vB লাগতেছে। অপেক্ষা করেন ভাই অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই তবে Little Mouse ভাই
ভায়াবিটিসি ফ্রি এক্সিলারেশন এর সাজেশন দিয়েছেন এটি ব্যবহার করতে পারেন যদিও সাজেশন অনুযায়ী তাড়াতাড়ি করা ভালো ছিল তবে যেহেতু ঘন্টায় 100 ট্রানজেকশন ফ্রিতে দিয়ে থাকে সেহেতু এখনো এপ্লাই করে দেখতে পারেন।
যদি কপাল ভালো থাকে একসেপ্ট হয়ে গেলে তাড়াতাড়ি ট্রানজেকশন কমপ্লিট হবে আর না হলে একদিন দুইদিন আবার কোন কোন সময় এক সপ্তাহ লাগতে পারে

Little Mouse ভাই ভায়াবিটিসির ফ্রি এক্সিলারেশন এর সাজেশন দিয়েছেন সেটাও ইউজ করে দেখেছি। আমার ট্যানজেকশন ভলিউম 0.5kb চেয়ে বেশি তাই সেখানে ফ্রি সাবমিউশনে কাজ করবে না। আমাকে বলা হয়েছে পেইড সার্ভিস ব্যবহার করতে।
কম ফি দিতে গিয়ে আজকে এই অবস্থা। জানি না কত দিন যে অপেক্ষা করতে হবে?

