Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 19/12/2023, 17:58:05 UTC
ভাই আপনার প্রশ্ন দেখে আমার মনে পড়ে গেল, লাইটনিং ওয়ালেট এবং নেটওয়ার্ক নিয়ে বহুত আগে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তখন কোন জবাব পাইনি তাই আবার আমার প্রশ্নটি কোট করলাম.
কেউ কি  Lightning network  ব্যবহার করেছেন ? আমার এই লাইটনিং নেটওয়ার্ক নিয়ে খুব কৌতূহল কিন্তু এখনও পর্যন্ত অনেক বড় বড় আর্টিকেল টিউটোরিয়াল দেখার পরে ভালোভাবে না বোঝার কারণে এভয়েড করে গিয়েছি।   
তাছাড়া কেউ Satoshi or MUUN wallet ব্যবহার করে থাকলে দয়া করে একটু বলবেন এটা এক্সপেরিয়েন্স কেমন।
আসলে  লাইটনিং নেটওয়ার্ক এর ব্যবহারকারীর সংখ্যা অনেক কম, আমি নিজেও লাইটনিং নেটওয়ার্ক কখনো ব্যবহার করিনি- এর জন্য এর রিয়েল এক্সপেরিয়েন্স আমার নিকট নেই সেহেতু আপনাকে আপনাকে বিস্তারিত কোন কিছু বলতেও পারতেছি না।
তাছাড়া আপনি যে দুই ওয়ালেটের নাম বললেন এই দুই ওয়ালেটের নাম আমি প্রথম শুনলাম সো এটারও কোন এক্সপেরিয়েন্স আমার নিকট নেই :")
লাইটনিং নেটওয়ার্ক; বিটকয়েন এর লেয়ার টু ব্লকচেইন
উপরের আর্টিকেলটি পড়লে আমি শিউর  লাইটনিং নেটওয়ার্ক সম্পর্কে আপনার মোটামুটি ভালো একটা ধারণা চলে আসবে দারুন একটা আর্টিকেল, এই আর্টিকেলটি আমি আগে পড়িনি আজকে আপনার প্রশ্নের জবাব দিতে গিয়ে পড়া হলো, একদম মাখন লেখাগুলি  Kiss