Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 20/12/2023, 15:41:38 UTC
<~~~>

কিছুদিন আগে আমি সবাইকে সতর্ক করার জন্যে পোস্ট দিয়েছিলাম, অনেকেই বিরোধী কমেন্ট করছিলেন, অনেকেই বলার চেস্টা করেছেন আমি অজথাই ভীতি ছরাচ্ছি। ছোটো বিষয় গুলো অনেক সময় অনেক বড় আকার ধারন করে।

ধন্যবাদ সতর্ক থাকবেন সবাই। নীর্বাচনের আগে আরো অনেক কিছুই হবে, আর সবকিছু মিডিয়াতে আশবেনা।

এসব কাহিনী তো ভাই নতুন না, এর আগেও অনেক দেখেছি এরকম তৎপরতা, এর আগে মাঝখানে তো এমন হয়েছিল যে P2P এর ডলার  বিক্রয় এর ক্ষেত্রে ধরপাকড় শুরু হয়েছিল। যদিও এটা এখনো রানিং রয়েছে।
তবে এদেরকে যে কারণে ধরা হয়েছে সেই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে তো ঠিকই আছে, আর যারা এইসব কাজ করে বেড়ায় তাদেরকে বলব সতর্ক না এইসব কাজ থেকে বেরিয়ে আসুন।
আমি মনে করেছিলাম এদেরকে ধরা হয়েছে হয়তো ক্রিপ্টো কারেন্সি লেনদেন এর কারণে,  Roll Eyes Tongue