ভাই, গ্রাম এলাকায় এটা একটা কমন ব্যাবসা। একটা কম্পিউটারের দোকান দিয়ে সেই দোকানে পোলাপাইন পর্ণ লোড করার ব্যাবসা করে। গ্রাম এলাকার প্রায় সব বাজারেই দেখবেন মেমোরি কার্ড এ গান লোড করার দুই একতা দোকান থাকে। সেখানে স্কুলের ছাত্র থেকে শুরু করে বুইড়া চাচা অব্দি গান লোড করতে যায়। আবার দোকানে গিয়া জিজ্ঞেস করে নয় ছয় আছে নাকি? আমার দোকানে বসার অভিজ্ঞতা আছে। এমন বয়সের লোকজন এসে এইসব প্রশ্ন করবে, আপনি কি বলবেন কিছুই বুঝতে পারবেন না।
অবশ্য আজকের দিনে এসব ব্যাবসা বিলুপ্ত হয়ে গেছে। তবুও গ্রাম অঞ্চলে আছে শুনে অবাক হলাম। প্রায় সব গ্রামেই এখন ইন্টারনেট কানেকশন চলে গেছে। পোলাপাইন এখন অনলাইনেই পর্ণ দেখে। আর অনলাইনে আরো কতো সব এপ্স আছে যেগুলোতে পোলাপাইন আসক্ত হয়ে লেখা পড়া ছেড়ে দিচ্ছে।