Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
DYING_S0UL
on 20/12/2023, 19:08:50 UTC

কিছুদিন আগে আমি সবাইকে সতর্ক করার জন্যে পোস্ট দিয়েছিলাম, অনেকেই বিরোধী কমেন্ট করছিলেন, অনেকেই বলার চেস্টা করেছেন আমি অজথাই ভীতি ছরাচ্ছি। ছোটো বিষয় গুলো অনেক সময় অনেক বড় আকার ধারন করে।

ধন্যবাদ সতর্ক থাকবেন সবাই। নীর্বাচনের আগে আরো অনেক কিছুই হবে, আর সবকিছু মিডিয়াতে আশবেনা।

বুঝলামনা, হঠাত করে এমন আইনি তৎপরতা আসলো কই দিয়ে। আমরা কমবেশি সবাই জানি যে কম্পিউটার, মেমোরি লোড এসব দোকানে উনিশ-বিশ ভরাভরির কাজ চলে। ছোটকাল থেকেই দেখে আসছি। কিন্তু আজ পর্যন্ত একজনকেও আটক করার কথা শুনলামনা। জানি পর্ন ক্রয় বিক্রয় প্রচার আইনত অপরাধ, কিন্তু বাংলাদেশ আইন কতদূর কার্যকর সবাই জানেন।

তবে কাজটা আসলেই প্রশংসনীয়। এমন প্রতিটা দোকানে যদি রেড মারতো, তাহলে সমাজ থেকে এসব পর্নোগ্রাফি দূর হতো। হয়তো খুব বেশিনা, কারন ফোনেই সব এখন। তবে নাই মামার থেকে কানা মামা ভালো। এমন তৎপরতা আরো আগেই দেখানো উচিত ছিলো।