Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 23/12/2023, 01:29:20 UTC
আসসালামু আলাইকুম, গত ১৪/১২/২০২৩ তারিখে আমার বাবা হঠাৎ স্টক করে মারা যায়। আজ বাবার মৃত্যুর ৯ম দিন। কখনো ভাবিই নি বাবা হঠাৎ এভাবে আমাকে এতিম করে চলে যাবে। বাসায় আম্মুর কান্না আর বাবার শূণ্যতা আমাকে এমন এক অবস্থায় নিয়ে এসেছে যে, আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছিনা। আমি তেমন কোন কাজ-কর্মও পারিনা, লেখাপড়া করছি। পরিবারের দায়িত্ব আমি কিভাবে পালন করবো। বাবার রুহের মাগফিরাতের জন্য একটি ছোটখাট দোয়া মাহফিল করতে গিয়ে বুঝতে পারলাম পরিবারের দায়িত্বটা কতো কঠিন। বাবা যখন বেঁচে ছিল তখন কিছুই বুঝতে পারিনাই। বাবাগো তোমার শূন্যতা আমি এখন বুঝি। বেশকিছু দিন আগে আমার এক বন্ধু আমাকে  এই বিটকয়েনল্টক একাউন্টটি খুলে দেয় আর আমাকে বলে আমাকে কিছু কাজ শিখিয়ে দিবে। জানিনা ভাগ্যে কি আছে। আমার আম্মুও অনেক অসুস্থ হয়ে পড়েছে। আজকেও বাসায় ডাক্তার এসে আম্মুর চেকআপ করে গেছে।
আমার বাবা ও আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আমার আম্মু যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় এবং আল্লাহ তায়া’লা আমার বাবা কে ক্ষমা করে দিয়ে জান্নাত নছিব করেন। আমিন... 🤲🤲🤲

জানি এই পোস্টটি বাংলাদেশ লোকাল বোর্ডের নিয়মবিরোধী তারপরও পোস্টটি করলাম। তাই সবার কাছে  ক্ষমা চাচ্ছি.. 🙏🙏🙏

পৃথিবীতে কোন মানুষের চির জীবন বেঁচে থাকে না প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হয়। আপনাকে কি বলে সান্ত্বনা দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না কারণ পৃথিবীতে যার বাবা নেই সেই একমাত্র জানে বাবা হারানোর বেদনাটা কেমন। অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব মহান আল্লাহ তালার কাছে  আপনাকে অনেক ধৈর্য  দান করার তৌফিক দান করুন আমিন। আল্লাহতালা যেন আপনার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আপনি যেহেতু আপনার বন্ধুর মাধ্যমে বিটকয়েনে কাজ শিখে কাজ করছেন অবশ্যই আপনি ধৈর্য ধরে বিটকয়েনে কাজ করুন।