Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 23/12/2023, 15:40:59 UTC
রুশ ওলামা কাউন্সিল ক্রিপ্টোকারেন্সি ইসলাম ধর্মে হালাল বলেছেন

আমরা যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি আমাদের মনে একটা প্রশ্ন রয়েছে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম। রাশিয়ান ওলামা কাউন্সিল বলেছেন ক্রিপ্টোকারেন্সি ইসলাম ধর্মের মুসলমানরা ব্যবহার করতে পারবেন এবং মুসলমানরা ক্রিপ্টোকারেন্সি প্রচার ও বিনিয়োগ করতে পারবেন অনুমতি দেওয়া হয়েছে। রুশ উলামা কাউন্সিল এর শীর্ষ নেতা মুফতি ইলদার আলাউদ্দিনভ বলেছেন ইন্টারনেট এর যেসব জিনিস মানুষের জীবনযাত্রার উন্নয়ন করার সংগে সঙ্গে সরাসরি সম্পর্কিত, এমন জিনিস রুশ ওলামা কাউন্সিল সমর্থন করে। এই জন্য রুশ ওলামা কাউন্সিল মনে করে মুসলমানদের ক্রিপ্টোতে বিনিয়োগ করা ধর্মীয় কোন বাধা নেই। মুফতি ইলদার আলাউদ্দিনভ বলেন জানান, জার্মানি, তুরস্ক, জর্ডান এবং মিসরের ওলামা এবং মুফতিদের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করেছেন।

যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।
<নিউজ বিস্তারিত> আমি চ্যানেল 24 নিউজ থেকে মূল অংশটুকু বিস্তারিত আলোচনা করেছি।


ভাই কি অবস্থা? ট্রানজেকশন কনফার্ম হইছে? নাকি এখনো পেন্ডিং? আজকে দুপুরে দেখলাম sat/vB কমছে আগের থেকে ৭০-৮৫ চলে।

ভাই আমার আবার অবস্থা তো সেই আগের মতোই এখনো ট্রানজেকশন কনফার্ম হয় নাই। আমি দিছিলাম ৩০sat এ আজকেও যখন কনফার্ম হলো না, মেমপুল আবার নতুন করে শুরু হয়েছেন। এ ধরনের সমস্যা সম্মুখীন কখনো হই নি, জানি না কি অবস্থা হবে??