Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
synchronym
on 23/12/2023, 15:55:44 UTC
এই শীতে আবারো করোনার  সংক্রমণ বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতে হঠাৎ করে চোখ রাঙাচ্ছে ফরনার নতুন ভ্যারিয়েন্ট JN.1। ভারতের তিন রাজ্যে  সনাক্ত হয়েছে করোনার এই নতুন ভাইরাস। চীন ও বৃটেনেও ছড়িয়ে পড়ছে করোনার এই নতুন ভাইরাস। তাই বিশ্বে স্বাস্থ্য সংস্থা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে। তাই আমাদের সবারই উচিত এই করোনা নতুন ভাইরাস থেকে সতর্কতা থাকা।