Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 25/12/2023, 16:17:46 UTC
আজকে ভারতীয় পত্রিকার "টাইমস অফ ইন্ডিয়াতে" একটা খবর দেখলাম সেখানে একজন ইঞ্জিনিয়ার প্রতারিত হয়েছেন বিটকয়েনে বিনিয়োগ করতে যাইয়া।

মূল ঘটনা হলো ভারতের বেঙ্গালুরু শহরের ৫৩ বছর বয়সী একজন ব্যক্তি সে পেশায় একজন ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। ঐ প্রকৌশলী সাইবারক্রুকদের কাছে তার দেশীয় ৯৫ লাখ টাকা হারিয়েছে।
ওই ব্যক্তির সাথে একজন মহিলার পরিচয় ঘটে সেই মহিলা তাকে সোনিয়া শেনয় হিসাবে পরিচয় দেয়। তাদের দুজনের মধ্যে 2021 সালে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয়েছিল এমনকি তারা দুজনে instagram একে অপরের সাথে দেখা করেছিল। সেই ছদ্দবেশী মহিলা 2022  সাল থেকে জানুয়ারী 2023 সালের মধ্যে ওই প্রকৌশলীকে 95 লক্ষ টাকা বিটকয়েন বিনিয়োগ করতে বলেছিল এবং ওই প্রকৌশলী বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তাকে বিশ্বাস করে বিনিয়োগও করেছিল।
মূলত ওই মহিলা প্রকৌশলীকে বিশ্বাস করিয়েছিলেন এই বলে "তিনি বিটকয়েন বিনিয়োগকারী বহু জাগতিক সংসার সাথে জড়িত আছেন"। তাছাড়া সে আরো অন্যান্য লোভ দেখিয়েছিল ওই প্রকৌশলীকে যার ফলে সে লোভে পড়ে এবং শেষে প্রতারিত হয়।
কোথায় আছে, "লোভে পাপ পাপে মৃত্যু"সেটা আরেকবার সুস্পষ্টভাবে প্রমাণিত হলো।

এমন ঘটনাতো আমাদের দেশেও ঘটতে পারে এটা স্বাভাবিক তাই সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত।

ভাই নির্বাচনের কি অবস্থা সবার এলাকায়। আমাদের এখানে পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে। তবে আমাদের এই দিকে সবাই শুধু নৌকা নৌকা করে। আজকে আমাদের এলাকায় চা স্টলে এই নির্বাচনী কথাবার্তা নিয়ে ছোটখাটো মারামারি হয়েছে। এখন এরকম অবস্থা জানিনা নির্বাচনের দিন কি অবস্থা হয়।