যাইহোক এখনো কিছু কিছু ওলামা কেরাম ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে তুলনা করে এখনো হারাম বলে আখ্যায়িত করেছেন। এই ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আমি যতটা জানি হাদিসে কোন কিছু লেখা হয় নাই। তাই ইসলামী বড় বড় ওলামাকেরাম যে ফতুয়া দিবেন, ইসলামী অনেক বড় বড় সংগঠন রয়েছেন তারা ইসলামের নিয়ম অনুযায়ী যে ব্যাখ্যা দিবেন তাই আমাদের মেনে নিতে হবে।
বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম ক্রিপ্টোকারেন্সি কে সরাসরি জুয়া বা হারাম বলে আখ্যায়িত করেছে। তবে আমরা যারা মুসলমান অবশ্যই আমরা সহীহ বুখারী মুসলিম মিশকাত শরীফ এ সমস্ত হাদিস শরীফে যে হাদিসগুলো লিখা আছে সেগুলো একমাত্র সহি হাদিস। তাই অবশ্যই আমাদেরকে আগে সঠিক হাদিসটা জানতে হবে আদৌ ক্রিপ্টোকারেন্সি কে জুয়ার সাথে আখ্যায়িত করা যাবে কিনা? সেই বিষয়ে আমাদের ভালোভাবে জানতে হবে। আমি নিজেও ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করছি ক্রিপ্টোকারেন্সি কি আসলেই হারাম।