Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
AirtelBuzz
on 28/12/2023, 06:28:31 UTC
ক্রিপ্টোকারেন্সি নিয়ে রুশ উলামা কাউন্সিলের ফতোয়া
https://www.somoynews.tv/news/2023-12-23/yGKDw8tN

এবার সৌদি শায়েখ বিটকয়েন নিয়ে ফতোয়া দিয়েছে।
বিটকয়েনের উপর আল-আল্লামাহ আব্দুর রহমান আল-বারাক এর একটি ফতোয়া।

সৌদি আরবে বসবাসকারী ওই শায়খের বয়স 90 বছরের বেশি, এবং তিনি সৌদি আরবে জীবিত সবচেয়ে সিনিয়র পণ্ডিতদের একজন। তাকে বিটকয়েন এর ব্যাপারে কিছু প্রশ্ন করা হয়েছিল প্রশ্নগুলো এমন ছিল।

প্রশ্নঃ
ডিজিটাল কারেন্সি (বিটকয়েন) নামে পরিচিত তার ব্যবহার সম্পর্কে আপনার সম্মানিত মতামত কী? এটা কি জায়েজ? এবং এর উপর কি যাকাত ফরয।

সমস্ত প্রশংসা আল্লাহর, এবং শান্তি ও বরকত বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদের উপর। তিনি বলেছিলেন এরকম  প্রশ্ন এর  আগেও আমার নজরে এসেছে, এবং আমি এই লেনদেনে উল্লেখিত সমস্যাগুলির কারণে ডিজিটাল মুদ্রার সাথে লেনদেনের বিষয়ে একটি রায় দিতে সতর্ক ছিলাম, যেমন অনিশ্চয়তা এবং অজ্ঞতা।
তারপর তিনি বলেছিলেন এখন আমি এটাকে জায়েজ মনে করি।
https://twitter.com/AhmedTayy/status/1739942078002655570?t=xF98Y_ixnj9n50WQuodktA&s=19