Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 30/12/2023, 19:14:59 UTC
ভাই লোকেদের কাছ থেকে একটা পরামর্শ চাই,
Kucoin এক্সচেঞ্জার থেকে আমি আমার  কিছু USDT অন্য এক্সচেঞ্জারে নিতে চাই, তবে কোন কয়েন বা টোকেনে উইড্র করলে সব চাইতে কম ফি দেওয়া লাগবে, আমি মূলত আগে trx ব্যবহার করতাম এখনো করি কিন্তু এটার উইথট্র ফি বেড়ে গিয়েছে, এখন অল্টারনেটিভ খুজছি।
আসলে কু'কয়েন একচেঞ্জার এক সময় আমার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার গুলোর মধ্যে ফেভারিট ছিল কারণ তখন কেওয়াইসি ছাড়া মোটামুটি আমার কাজ চালানো যেত। আর এখন এটিতে কেওয়াইসি ভেরিফিকেশন বাধ্যতামূলক করে দিয়েছে।
যাই হোক আমি আপনাকে বলব যে TRX কয়েনে উইথড্র করুন, কারণ এর থেকে আমি আর ভালো অপশন দেখছি না- তাছাড়া এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন যদি আপনার নিকট কোনোটি আরো বেশি কমপাটিবল মনে হয়- https://withdrawalfees.com/exchanges/kucoin
তবে এক্ষেত্রে যে টোকেন বা কয়েন বাছাই করবেন প্রাথমিকভাবে দেখে নিবেন সেগুলো আপনি যে  একচেঞ্জারে নিতে চাচ্ছেন সেগুলোতে লিস্টেড রয়েছে কিনা, কারণ লিস্টেড না থাকলে আপনার পুরো ফান্ডটাই জলে যাবে। আরেকটি জিনিস খেয়াল করবেন যে কয়েনটি যেন মিম কয়েন না হয়, কারণ এক্ষেত্রে অনেক সময় দেখবেন  উইথড্র করতে করতে আপনার প্রাইস অনেক ড্রপ করে ফেলেছে সে ক্ষেত্রে কম উইথড্রফি এর জন্য খাজনার চেয়ে বাজনা বেশি পড়বে। এক্ষেত্রে TRX মোটামুটি একটা টেবিল পজিশনে রয়েছে বর্তমানে।