আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
অনেক সময় ক্যাস প্রব্লেম এর জন্যেও এমন সমস্যা দেখা দেয়, আপনি আপনার ব্রাউজিং থেকে হিস্টোরি ক্লিয়ার করে দেখেন, যদি তাও সমস্যার সমাধান না হয় তাহলে আপনি ডিভাইস গুলো দিয়ে ইন্টারনেট ব্যাবহার করছেন সবগুলো অফ করে অন করেন, এর পরেও যদি সমস্যা দেখা দেই আপনার আই এস পি প্রোভাইডার কে ফোন দেন। এটা যদি ক্যাস এ সমস্যা না থাকে তাহলে আপনার শেয়ার আইপি এর জন্যে এমন হচ্ছে। একটা আইপি অনেকগুলো ডিভাইসে ব্যাবহার করলে এই সমস্যা বেশি দেখা দেয়, ডিভাইস গুলো অন অফ করলে অনেক সময় আইপি চেঞ্জ হয়ে নতুন আইপি পায় তখন এটা ঠিক হয়ে যায়।