সবাইকে ইংরেজি ২০২৪ এর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি যত দুঃখ এবং হতাশা ২০২৩ সালে ছিল সেগুলো কেটে গিয়ে ২০২৪ টা আমাদের আনন্দের এবং সাকসেসের হবে।

আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
এখনো কি ভাই সমস্যাটা হচ্ছে? আমি আমার ল্যাপটপ এবং পিসি দুটোতেই দেখলাম কোন সমস্যা নেই। আসলে কি এরর শো করতেছে? যেমন- This site can’t be reached একটা এরর, আর বাইন্যান্সের একাউন্ট রিলেটেড কোন সমস্যা হলে হয়তো ব্রাউজিং থাকা অবস্থায় কোন মেসেজ করবে, এরকম কোন কিছু হলে বাইনান্স সাপোর্টের সাথে যোগাযোগ করতে হবে।
তাছাড়া আপনি Negotiation ভাই এর সাজেশন অনুযায়ী আপনার ব্রাউজারের Cached ডাটা ডিলিট করে আবার চেষ্টা করে দেখতে পারেন অথবা অন্য কোন ব্রাউজার এ ট্রাই করে দেখতে পারেন।
এনিওয়ে বাইন্যান্সের p2p এর কথা থেকে আমার মনে পড়ে গেল Kucoin এর পিটুপি ট্রেডিং এর কথা, আমি মূলত বাইন্যান্স ছাড়া আর কোন এক্সচেঞ্জার এ পিটুপি সার্ভিস ব্যবহার করিনি। কুকয়েন দেখলাম এই সার্ভিস রয়েছে অনেকদিন ধরে ভাবতেছিলাম এখানে ট্রেড করে একটা টেস্ট করে দেখব। তবে আমার কেন যেন বাইনান্স এর থেকে এটি কম ভরসাযোগ্য মনে হচ্ছে, আপনারা কেউ কি এখানে ট্রেড করে থাকেন? করে থাকলে একটু এক্সপেরিয়েন্স শেয়ার করেন।