Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Bd officer
on 31/12/2023, 22:10:53 UTC
⭐ Merited by Little Mouse (1)

[পিকচার গুগল থেকে ডাউনলোড করর এডিট করা হয়েছে]

বাংলাদেশ লোকাল কমিনিউটির সকল সদস্যবৃন্দদের নতুন বছরের শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের মাঝ থেকে একটি বছর চলে গেলো, ২০২৩ সাল আজকে শেষ হলো। এই ২০২৩ সালে অনেকেই অনেক কিছু হাড়িয়েছেন, অনেকেই অনেক কিছু অর্জন করেছেন। কারো এই ২০২৩ সাল দুঃখে কষ্টে কেটেছে, কারো আবার সুখে শান্তিতে এই ২০২৩ সাল কেটেছে।২০২৪ সাল যেন সকলের জীবনে শান্তি বয়ে আনে। আবারো সকল কে নতুন বছরের শুভেচ্ছা। Happy New Year।

[hr[
২০২৩ সালে আমাদের এই লোকাল থ্রেডে মোট পোস্ট হয়েছে ৪৩৬৬ টি। ২০২৩ সালে @Learn Bitcoin এই বছরে সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছেন। তিনি ৩৪৩ টি পোস্ট করেছেন। @Crypto Library ভাই ২ নাম্বারে রয়েছেন ২১২ টি পোস্ট করে। @LDL ভাই তিনিও ২১২ টি পোস্ট করে ৩ নাম্বারে রয়েছেন। ২০২৩ সালে প্রথম ১০ জন পোস্টদাতার নাম উল্লেখ করে হলো।
1. Learn Bitcoin [343]
2. Crypto Library [212]
3. LDL [212]
4. roksana.hee [199]
5. DYING_S0UL [180]
6. Bd officer [178]
7. Bitcoin_people [164]
8. Little Mouse [164]
9. shasan [127]
10. tjtonmoy [121]
ninjastic.space
আমাদের লোকাল থ্রেডে ২০১৪ সালে খোলা হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ পোস্ট করা হয়েছে ৪৩৬৬ টি। ২০১৮ সালেও অনেক পোস্ট হয়েছিলো ৩২৬২ টি। আশা করি ২০২৪ সালে আরও অনেক বেশি পোস্ট হবে।
২০২৩ সালে মোট পোস্ট হয়েছে ৪৩৬৬ টি।
২০২২ সালে মোট পোস্ট হয়েছিলো ১০৮৫ টি
২০২১ সালে মোট পোস্ট হয়েছে ১০৭৪ টি
২০২০ সালে মোট পোস্ট হয়েছে ১৬৪০ টি
২০১৯ সালে মোট পোস্ট হয়েছে ৪৩৩ টি
২০১৮ সালে মোট পোস্ট হয়েছে ৩২৬২ টি
২০১৭ সালে মোট পোস্ট হয়েছে ৬৯৯টি
২০১৬ সালে মোট ১ টি পোস্ট হয় নাই,
২০১৫ মোট পোস্ট হয়েছে ১টি
২০১৪ মোট পোস্ট হয়েছে ৬ টি