আসসালামুয়ালিকুম। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমি প্রায় দুই ঘন্টা ধরে বাইনান্স এ পি টু পি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু দুর্ভাগ্যবশত ঢুকতে পারতেছি না। বিশেষ দ্রষ্টব্যঃ মোবাইল অ্যাপস দিয়ে ঢুকতে পারতেছি শুধুমাত্র ল্যাপটপের কোন ব্রাউজার দিয়ে ঢুকতে পারতেছি না। অন্য কারো কি এই সমস্যা দেখা দিচ্ছে নাকি সবার ঠিকঠাক আছে?
আমিতো প্রায় প্রতিদিন p2p ব্যবহার করি আমার এন্ড্রয়েড ফোনের অ্যাপ থেকে আমি কোন সময় এরকম সমস্যার সম্মুখীন হই না। তবে অনেকদিন আগে আমারে একজন দেখাই ছিল তার মোবাইল ফোনের Binance app থেকে p2p তে BDT এর জন্য কোন কিছু শো করে না। আমি এর জন্য কতক্ষণ চেষ্টা করছি তার মোবাইল এর এর ডেটা কানেকশনে কাজ হইলো না তখন আমার ফোন থেকে Hospot দিয়াও চেষ্টা করছি কিন্তু কাজ হয়নাই। সম্ভবত Binance থেকে কারো কারো জন্য এমন সমস্যা করে আইডেন্টিটি sync না হওয়ার কারনে কারনে। তবে এই সমস্যা অটোমেটিক ঠিক হয়। তারপরও আপনি Binance এর app এর clear Data করে আপনার অ্যাকাউন্ট পুনরায় লগইন করে দেখতে পারেন সমস্যাটির সমাধান হয় কি না। তারপরও সমস্যার সমাধান না হলে আপনি Binance এর support এ কথা বলে দেখেন একচুল সমস্যা কিসের