Post
Topic
Board Other languages/locations
Re: ২০২৩ সালের অ্যাক্টিভিটি(2014-2023)
by
Crypto Library
on 02/01/2024, 06:28:42 UTC
২০২৩ সাল টা আসলেই আমাদের কমিউনিটির একটা পিক সময় ছিলো। যদিও আমি ২০২২ সাল থেকেই ফোরামে আছি, তবে ২০২৩ সাল পুরোটাই আমি পেয়েছি আর এই বছরেই সব চাইতে বেশি পোস্ট করেছি। এই বছরে অনেক গুলো নতুন মুখ আমরা দেখেছি যাদের অনেক সম্ভাবনা আছে। তবে আমরা আমাদের টিপিক্যাল আচরন পরিবর্তন করতে পারিনি। আমরা মূলত নিউজ কপি পেস্ট, আর কিছু এবিউজের মাঝে আটকে যাই। আমার ভাবতেই ভালো লাগছে যে আমার একটা পদক্ষেপ এর কারনে এসবের পরিমান অনেক কমে গেছে। যারা এসবে ছিলেন এবং এসব ছেড়ে দিয়ে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিচ্ছেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের কমিউনিটির ২০২৩ সালের ডিসকভার অফ দ্যা ইয়ার হতে পারে DYING_S0UL। যদিও ওনাকে আমার প্রথম প্রথম সন্দেহ হতো, সেটা নাই বললাম। এই ব্যাক্তি আমাকে নিয়মিত প্রাইভেট মেসেজ এ নক করেছে বিভিন্ন কারনে। আমিও ২০২৩ সালেই মনে হয় ৫০০ এর মতো মেরিট পেয়েছি। সবার প্রতি অনুরোধ থাকবে কোয়ালিটি পোস্ট এ মনোযোগ দিন। ফোরামের সকলের সাথে ভালো সম্পর্ক বানান।
এর জন্যই ভাই ২০২৩ বছরকে "রেগুলেশনারি এয়ার" ঘোষণা দিয়েছি😁. এবছরের আমাদের স্টার্টিং টাই দারুন ছিল যদিও আমি শুধু জানুয়ারি মাসের কথা বলতেছি না মূলত বছরের Q1টার শেষের দুই মাস থেকেই মূলত স্টার্টিং শুরু তাছাড়া এপ্রিল মাসের মেরিট এর রেকর্ড আমরা আর ভাঙতে পারিনি। যদিও একটিভিটি বছরের মাঝখানে একবারে কমে গিয়ে আবার লাস্টের দিকে একটু বেড়েছে। যাই হোক ভাই এ বছরের এই রেকর্ড গুলো আপনাদের মতন মেম্বাররা কন্ট্রিবিউট না করলে হয়তো এতো ভালো এক্টিভিটি পসিবল হতো না। এ নতুন মুখ কিছু কিছু আমারো নজর পড়েছে তারা আসলেই সম্ভাবনা ময় তাদেরকে অভিনন্দন জানাই।
তবে ভাই আপনি যে  টিপিকাল আচরণ এর কথা বললেন সেটা আসলে সব লোকাল বোর্ডেই রয়েছে তবে হয়তো আমরা বাঙালি বলে আমাদের এখানে বেশি নজর  পড়ছে। তবে ভাই আপনাকে বিশেষ করে ধন্যবাদ আপনার হুংকারের জন্যই এসব একটু চেঞ্জ হয়েছে। একটা আমাদের লোকাল কমিউনিটি এর ভোটিং  এবং রেওয়ার্ড এর আয়োজন করতে চেয়েছিলাম তবে এখানে এই ভোটিং এর আয়োজন করে লাভ নেই কারণটা আপনি নিজেই জানেন। Grin
 যাই হোক সবশেষে বলবো আমার জন্যও আল্টিমেটলি ফোরামের ২০২৩ সালের জার্নিটা ভালই ছিল, রিয়েল লাইফের কথা বললে সেটা আলাদা। Cry