আসলে সততা স্বচ্ছতা বর্ত্মানে অনেক তেঁতো জিনিষ কিন্তু ধৈর্য ধারণ করতে পারলে বেচে থাকলে এগুলার ফল অনেক মিষ্টি, যদিও বেশিরভাগ সময় এগুলো দেরিতেই আসে ।
সততা আর সম্পর্ক ভালো রাখা ভিন্ন জিনিস ভাই। একজন মানুষের সাথে ভালো সম্পর্ক বিভিন্ন ভাবে হতে পারে। ফোরামে সেটা একটু কঠিন হলেও একেবারে অসম্ভব কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার হলো, ভালো সম্পর্ক কারো সাথে না বানাতে পারলেও খারাপ সম্পর্ক বানাতে যাবেন না। যতটুকু সম্ভব ঝগড়া বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করতে পারেন। ফোরামে ভালো সম্পর্ক তৈরী করার জন্য সব সময় মানুষের সাথে বিনয়ী হতে পারেন। যখন আপনি কারো সাথে বিনয়ী ভাষায় কথা বলবেন, তখন সে এমনিতেই আপনাকেও সম্মান করবে। যতটুকু সম্ভব মানুষকে হেল্প করার চেষ্টা করতে পারেন। কাউকে একবার হেল্প করার পর দেখবেন তার সাথে এমনিতেই আপনার ভালো সম্পর্ক হয়ে গেছে। সেজন্য ফোরামে সময় দেয়া জরুরী। যারা আমার মতো ফোরামে এসে পোষ্ট করে আবার চলে যান, তার জন্য এগুলো মেন্টেইন করা একটু কষ্টসাধ্য ব্যাপার।