তবে নেটওয়ার্কিং করতে গেলেও আমাদের ভিতরে কিছু থাকতে হবে এর জন্য হার্ড ওয়ার্কিং লাগে আপনি যে ক্ষেত্রে থাকবেন ওই ক্ষেত্রে এক্সপ্লোর করতে হবে তবেই আপনি অন্যদের সাথে কন্ট্রাক্ট এবং ভালো সম্পর্ক তৈরির মাধ্যমে আপনার নেটওয়ার্কিং বৃদ্ধি করতে পারবেন।

আসলে আমাদের ডেডিকেশন সব যায়গাতেই দরকার। ফোরমে আমি যদি কারো সাথে ভালো সম্পর্ক বানাতে চাই, সেই ক্ষেত্রে আমাকে আগে সেই মানুষ সম্পর্কে জানতে হবে। কারো সাথে জোর করে ভালো সম্পর্ক বানানো যায় না। মানুষের কিছু কিছু কমন ইন্টারেস্ট থাকে। সেখান থেকেই মুলত ভালো সম্পর্ক বানানো সম্ভব। ধরেন আমি কোডিং এর ব্যাপারে আগ্রহি আর আপনিও, আপনার সাথে ট্যাকনিক্যাল আলাপ আলোচনা করতে করতে একসময় ভালো সম্পর্ক হয়ে যাবে যেটা আমরা বুঝতেও পারবো না। ফোরামে কারো সাথে আমার খুব বেশি ভালো সম্পর্ক হয়নি। তবে কিছু কমন ইন্টারেস্ট এর কারনে নুতিলদাহ এর সাথে একটু ভালো বোঝাপড়া হয়েছে। ব্যাক্তিগত ভাবে তার সাথে আমার কোনো কথাই হয় নি কখনো। আপনি যদি একটা সেকশনে নিয়মিত মুখ হতে পারেন, সেখানের অন্যান্য ব্যাক্তিদের সাথে আপনার ভালো সম্পর্ক হতে সময় লাগবে না।
BitCoinDream আশা করি বিষয়টা আবারও খতিয়ে দেখবেন কারণ বর্তমানে এটা শুধু একটা সেলফ মডারেট টপিক এর মধ্যে সীমাবদ্ধ নেই এটি আমাদের বাংলাদেশের কমিউনিটিতে পরিণত হয়েছে।

এটাকে তিনি খুবই নরমালি নিয়েছেন এজন্য কারো মতামত নেয়ার প্রয়োজন মনে করেন নাই। এটা একতা টপিক। ওনার উচিৎ সকলের সাথে আলাপ করে একটা পুল ক্রিয়েট করে তারপর চেঞ্জ আনা।