আসসালামু আলাইকুম। আচ্ছা সবার কাছে জানতে চাচ্ছি বিগত কয়েক মাস ধরে কোনরকম বাউনটি ক্যাম্পেন আসতেছে না কেন। দয়া করে আপনারা মতামত দিবেন কেউ জেনে থাকলে।
ওয়ালাইকুম আসসালামু। বাউন্টি না আসার কয়েকটি কারন রয়েছে, এখন বর্তমানে বাউন্টি ক্যাম্পেইনের অবস্থা ভালো না। বেশিরভাগ স্কাম করে দেয়, হাতে গোনা ২-১ টা ভালো হয়। আর বাউন্টি হান্টাররা একাধিক একাউন্ট দিয়ে বাউন্টি করে চিটিং করে। মার্কেট যেহেতু ভালো অবস্থানে যাচ্ছে আশা করা যায় এই বছরে বাউন্টি কিছু টা ভালো হবে। তবে অনেকে ২০১৯-২৯-২১ সালে যেভাবে বাউন্টি করে পেমেন্ট পাইছে সেরকম আশা করছেন, আগের মতো আর কখনো হবে না আশা করা আমি মনে করি ভুল। তবে মার্কেট ভালো হলে বাউন্টি ক্যাম্পেইন ভালো ভালো তা আসবে।