Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Littlemini
on 04/01/2024, 14:42:50 UTC
একচুয়ালি আমার এই পোস্টটির মেইন উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছি তাদের অনেক সময়ই গুগল স্প্রেড সিটে  ক্রিপ্টোকারেন্সি এর লাইভ প্রাইস জানার প্রয়োজন হয়, আমার এই থ্রেটের উদ্দেশ্য হলো তাদের সামনে বেসিক কিছু পদ্ধতি তুলে ধরা যেন তারা সহজেই ক্রিপ্টোকারেন্সি এর লাইভ প্রাইস স্প্রিডসিটে সেট করতে পারে।

কিছু বেসিক মেথড নিচে দেওয়া হল:
এগুলো জাস্ট কপি করে আপনি আপনার গুগল স্প্রেডসিটের কাঙ্খিত সেল এ পেস্ট করবেন-
বিটকয়েনের জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:BTCUSD")
ইথারিয়ামের জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:ETHUSD")
বি এন বি এর জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:BNBUSD")
লাইটকয়েন এর জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:LTCUSD")
XRP এর জন্য
Code:
=GOOGLEFINANCE("CURRENCY:XRPUSD")
আরো কয়েন গুলোর প্রাইস এড করার জন্য ব্যবহার করুন *** জায়গায় কয়েনের শর্ট ফর্ম দিয়ে দিবেন
=GOOGLEFINANCE("CURRENCY:***USD")

পোস্টটির ইরেজি- [Tutorial] of getting live price of Cryptocurrencies on Google_Spreedshet

খুবই গুরুত্বপূর্ণ তথ্য আসলে কয়েকদিন থেকে আমি এ বিষয়টা নিয়ে গুগলে সিডে দেখছিলাম কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। আপনি এত যত্ন সহকারে ধাপে ধাপে বুঝিয়েছেন। যাতে আমরা নতুন যারা ইউজার আছি তাদের অনেক উপকার হয়েছে। বিশেষ করে আমি অনেক উপকৃত হয়েছি।  অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।  আমার কাছে পর্যাপ্ত না থাকায় আমি আপনাকে সম্মান করতে পারলাম না  এই পোস্টে। অবশ্যই পড়ে চেষ্টা করব।