আসসালামু আলাইকুম। আচ্ছা সবার কাছে জানতে চাচ্ছি বিগত কয়েক মাস ধরে কোনরকম বাউনটি ক্যাম্পেন আসতেছে না কেন। দয়া করে আপনারা মতামত দিবেন কেউ জেনে থাকলে।
মার্কেট বিয়ারিং এর জন্য বাউন্টি আসতেছে না আর যেগুলো আসতেছে সেগুলো খুব ভালো না। নতুন নতুন একাউন্ট দিয়ে দেখি বাউন্টি ছাড়ে অনেকে এরা নতুন এরা পেমেন্ট দেবে বলে মনে হয় না। এদের বেশিরভাগ প্রজেক্ট ইস্কাম করে।
যারা ট্রাস্টেড তাদের প্রজেক্ট এর কাজগুলো করবেন তাছাড়া করবেন না। যারা ট্রাস্টেড তাদের বাউন্টিতে জয়েন করলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এরা পেমেন্ট করে বাকিরা পেমেন্ট করে না।
মার্কেটের অবস্থা ভালো হচ্ছে হয়তো সামনে ভালো ভালো বাউনটি পাবে আশা করা যায়।