Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলা (Bengali)
by
Popkon6
on 05/01/2024, 12:40:37 UTC
⭐ Merited by hugeblack (1)


গত রাতে আমার আমার 30 sat ফি দিয়ে পাঠানো সেই ট্রানজেকশনটি কনফার্ম হয়েছে। খুবই ভালো লাগলো সকালে উঠে দেখি রাতেই মধ্যেই কনফার্ম হওয়ার নোটিফিকেশন উঠে রয়েছে। কোন ভাইয়ে জানি বলেছিলেন কি জানি মনে নাই, কনফার্ম হবে না নাকী? ট্রাস্ট ওয়ালেটের সাপোর্টারদের সাথে আলাপ করতে বলেছিলেন। যাইহোক আমি কিছুই করেছিলাম না। মেমপুল অনেকটাই কমে এসেছে। রাতে মনে হয় আরো কমেছিলো। আজকে অনেক খুশি লাগতাছে।  Cheesy

@Bd officer আপনি অনেকদিন যাবত ধৈর্য ধরেছিলেন মেমপুল বৃদ্ধি পাওয়ার কারণে আপনার বিটকয়েন ট্রানজেকশন হয়নি। যেহেতু আপনি ট্রাস্ট ওয়ালেট এর সেটিং এ গিয়ে মেমপুল অনেক কমে দিয়েছেন তাই ট্রাস্ট ওয়ালেট সাপোর্টার এর সাথে কথা বলেও কোন লাভ হবে না। বিটকয়েন ট্রানজেকশন ক্যানসেল করার সিস্টেম নেই যার কারণে কোন সাপোর্টের সাথে আলাপ করে আপনার লাভ হবে না। কয়েকদিন যাবত বিটকয়েন ট্রানজেকশন ফি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে বিটকয়েন ট্রানজেকশন করতে গেলে প্রচুর পরিমাণ ফি দিতে হয়েছে। বিটকয়েন হোল্ডাররা এই ট্রানজেকশন এর কারণে নানাভাবে বিপদের সম্মুখীন হয়েছেন।