ট্রানজেকশন ফি এর কারনে হোল্ডার রা আসলে বিপদে পড়ে নাই। যারা হোলদার, তারা হোল্ড করেই বসে আছে। বিপদে পড়েছি আপনার আমার মতো ব্যাবহারকারীরা। কারন আমাদেরকেই প্রতিনিয়ত ট্রানজেকশন করতে হয়। হোল্ডার রা ট্রান্সফার করার সময় এসব ফি তাদেরকে বদার করে না।
আসলে যারা দিন আনে দিন খায় আমাদের অবস্তা খুব একটা ভালোনা, বিটকয়েন যেখানে প্রোফিত দেয়ার কথা সেখানে প্রোফিট দিয়েছে এর মধ্যে আবার ফি বারায়ে দিসে ঘতনা আগের মতোই, লাগ দিলেও কোনো লাভ নাই, ফি দিয়ে সব সমান, আর যাদের অনেক আছে তারা বসে আছে আরো অপেক্ষা করছে তারা এগুলা ভাবেনা।