Post
Topic
Board Other languages/locations
2024 সালে বিটকয়েনের অবস্থার জন্য আপনার ভবিষ্
by
Siyamsk
on 07/01/2024, 16:25:38 UTC
২০২২ সাল থেকে বিটকয়েনের অবস্থার অবনতি হওয়া শুরু করেছিল। ২০২৩ সালে অনেক বেশি অবনতি হয়েছিল এবং সেখান থেকে ২০০৩ সালের শেষের দিকে আমরা বিটকয়েনের একটি নতুন রূপ দেখতে পেয়েছি। এবং মার্কেট ধীরে ধীরে স্টাবল হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে এসেছে। ২০২৪ সালে এসে আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের বিটকয়েনের অবনতিটা ধীরে ধীরে রিকভারি হতে যাচ্ছে। এবং সামনে আমাদের জন্য একটি ভালো সুসংবাদ বয়ে নিয়ে আসবে এটা আমি মনে করি। আমার মনে হয় এটা ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। ২০২৪ সালে বিটকয়েনের অবস্থা ভালো হবে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনাদের মতামত শেয়ার করবেন।