জাল বিটকয়েন ইপিএফ কে আপনারা কি মনে করেন এটা কি একটি সিরিয়াল নাটকের মত মনে হচ্ছে না? কিছুক্ষণ আগে U.S securities exchange and commission থেকে পোস্ট করা হয়েছে বিটকয়েন ইটিএফ অনুমোদন করা হয়েছে এবং তার একটু পরেই @SECGov বলেছে (X)twitter account আপস করা হয়েছে এবং একটি অনঅনুমোদিত টুইট পোস্ট করা হয়েছে। ইটিএফ অনুমোদনের পর মার্কেট বাড়তে শুরু করে তার একটু পরে বলা হয় অনুমোদন করা হয়নি এবং সেখান থেকে মার্কেট ডাউন হতে শুরু করে। এখান থেকে কি বোঝা যাচ্ছে না বিটকয়েন ইটিএফ সম্পূর্ণ নাটকীয় একটি ঘটনা।
