Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
Talevin1234
on 19/01/2024, 18:09:18 UTC
মার্কেট আপডেট :

বিটকয়েন ৪০৩০০$ এ শক্তিশালী সাপোর্ট আছে সেটা যদি ভেঙে দেয় মার্কেট $৩৮০০০ ডলারএ যেতে পারে বা ৩৬০০০$ এ। তবে সেটা সম্ভবনা খুবই কম।  মার্কেট হয়ত ৪০৩০০$ এখান থেকে পাম্প করতে পারে। তাহলে আমরা পরবর্তীতে বিটকয়েনকে ৪৫০০০০$ এ দেখতে পারি। তার সাথে যারা অন্য কয়েন কিনে রাখছেন বা লসে আছেন তাদের বলব একসাথে কখনও সব ডলার ইনভেস্ট করবেন না। একটা কয়েন এ আপনি DCA করে বাই করবেন তাতে লস কম হবে লাভের চান্স বেশি হবে। যাক লসে থাকলে হোল্ড করুন। মার্কেট যদি বেশি ডাউন ও হয়, খুব দ্রুত রিকোভার হবে ইন শা আল্লাহ।

🙂কপি পেস্ট করা যারা মাইনিং করে তাদের জানানোর জন্য 😊