আমাদের বাংলা থ্রেড এ কিন্তু অনেক টিউটোরিয়াল টাইপের পোস্ট আছে, কিন্তু যেহেতু আমরা একটা থ্রেড এর ভেতরে, পোস্ট গুলো আস্তে আস্তে অন্য পোস্ট এর ভেতরে হারিয়ে যায়। যেকারনে ১ টা পোস্ট ৩০ জন মানুষ পড়তে পারে কি না, সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমাদের থ্রেড এর বেশিরভাগ ইউজার রা ফোরামের অনেক কিছুই জানেন না। আবার অনেকে জানলে সেটার অপ ব্যাবহার করা শুরু করে। আপনারা কি ভেবেছেন যে ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে? ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে? অনেকেই হয়তো জানেন, কিন্তু সেগুলোর কোনো ব্যাবহার আমাদের লোকাল ইউজার রা করে না। এখন এসব নিয়ে লিখতে ভয় লাগে যে কখন যানি আপনারা নিজেদের টিম নিয়ে ঝাপিয়ে পড়েন এবিউজ করতে। গতকাল রাতে ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের সাথে কথা হচ্ছিলো এই ব্যাপারেই। উনিও লিখতে চাচ্ছিলো। আপনারা নিজেরা কি ডিটি নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কি করলে ট্রাস্ট ইনক্লুশন পাবেন, কি কি করা উচিৎ, কি কি করা উচিৎ না, সেই ব্যাপারে জানতে চান না? আপনারা যদি এবিউজ না করেন, আশা করি ক্রিপ্টো লাইব্রেরী ভাই আপনাদের জন্য একটা সুন্দর লেখা উপহার দিবেন।
ভাই যত দ্রুত পারেন টিউটোরিয়াল লিখে ফেলেন আমাদের সবারই শেখা উচিত কিভাবে ট্রাস্ট এবং ফিডব্যাক সিস্টেম কাজ করে সে সম্পর্কে। আমি এখানে কোন কিছু জিজ্ঞাসা করিনি কোন পোস্টে তবে আপনার PGP নিয়ে আমি সংশয় ছিলাম সেখানে কয়েকটি পোস্ট করেছিলাম না বোঝার জন্য।
আমি আপনাদের অনেককে পিএম দিতে চেয়েছিলাম কিন্তু দেইনি ভয় পেয়ে যে আপনারা যদি আবার অন্য কিছু মনে করেন তার জন্য নিজেকে বিরত রেখেছি।