Post
Topic
Board Other languages/locations
Re: বাংলা (Bengali)
by
MJSO22
on 20/01/2024, 15:26:05 UTC
আমাদের বাংলা থ্রেড এ কিন্তু অনেক টিউটোরিয়াল টাইপের পোস্ট আছে, কিন্তু যেহেতু আমরা একটা থ্রেড এর ভেতরে, পোস্ট গুলো আস্তে আস্তে অন্য পোস্ট এর ভেতরে হারিয়ে যায়। যেকারনে ১ টা পোস্ট ৩০ জন মানুষ পড়তে পারে কি না, সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমাদের থ্রেড এর বেশিরভাগ ইউজার রা ফোরামের অনেক কিছুই জানেন না। আবার অনেকে জানলে সেটার অপ ব্যাবহার করা শুরু করে। আপনারা কি ভেবেছেন যে ট্রাস্ট সিস্টেম কিভাবে কাজ করে? ফিডব্যাক সিস্টেম কিভাবে কাজ করে? অনেকেই হয়তো জানেন, কিন্তু সেগুলোর কোনো ব্যাবহার আমাদের লোকাল ইউজার রা করে না। এখন এসব নিয়ে লিখতে ভয় লাগে যে কখন যানি আপনারা নিজেদের টিম নিয়ে ঝাপিয়ে পড়েন এবিউজ করতে। গতকাল রাতে ক্রিপ্টো লাইব্রেরী ভাইয়ের সাথে কথা হচ্ছিলো এই ব্যাপারেই। উনিও লিখতে চাচ্ছিলো। আপনারা নিজেরা কি ডিটি নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কি করলে ট্রাস্ট ইনক্লুশন পাবেন, কি কি করা উচিৎ, কি কি করা উচিৎ না, সেই ব্যাপারে জানতে চান না? আপনারা যদি এবিউজ না করেন, আশা করি ক্রিপ্টো লাইব্রেরী ভাই আপনাদের জন্য একটা সুন্দর লেখা উপহার দিবেন।
এটি খুব গুরুত্বপূর্ণ। তবে বাঙালিরা যেমন তাতে এটা এখানে পোস্ট করা উচিৎ না। কারণ তারা মেরিট এর মতো ট্রাস্ট নিয়াও উলটা পালটা শুরু করবো ভাই। বিভিন্ন ইভেন্ট এর সুযোগ নিয়া অনেকেই অনেকগুলা মাল্টি একাউন্ট কইরা রাখছে এটা সবাই জানেন যেগুলা দিয়া মেরিট ট্রানজেকশন করে নিজেরাই এরপর ট্রাস্ট সিস্টেম জানলে এইটা নিয়া যে কি করবো তা ভাবা যায় না। যদি কারো মুরাদ থাকে তারা এই বিষয়গুলা খুইজা বাইর কইরা নেজে নিজে বুঝুক আর যারা এমন কষ্ট কইরা নিজেই এইসব বাইর কইরা পইড়া বুঝতে পারে তারা আশা করা যায় ট্রাস্ট সিস্টেমের কোনো অপব্যবহার করবার জাইবো না।